শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাব্য সময় জানাল মাউশি


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করতে নতুন করে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে টেলিটকের সঙ্গে সফটওয়্যার তৈরির বিষয়ে বৈঠক করেছে মন্ত্রণালয়। দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর এই বৈঠক শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

তবে বদলি কার্যক্রম কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, চলতি বছরই বদলি চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। সফটওয়্যার তৈরি, যাচাই ও ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে। ফলে আগামী বছরের জানুয়ারি মাসেই বদলি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,

“আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বদলি চালু করতে। তবে এটি একটি জটিল প্রক্রিয়া, যেখানে বিপুল সংখ্যক শিক্ষক জড়িত। সব দিক বিবেচনা করেই আমাদের এগোতে হবে।”

তিনি আরও বলেন,

“ডিসেম্বরের শেষ দিকে বদলি কার্যক্রম শুরুর চেষ্টা করা হচ্ছে। যদি সফটওয়্যার প্রস্তুত ও যাচাই দ্রুত শেষ হয়, তাহলে ডিসেম্বরেই বদলি শুরু হতে পারে।”

বর্তমানে বেসরকারি শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে একসময় প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকলেও ইনডেক্সধারী শিক্ষকদের জন্য সেই সুযোগ বন্ধ করে দেয় সরকার। ফলে দূরবর্তী অঞ্চলে কর্মরত অনেক শিক্ষক ভোগান্তিতে পড়েছেন, বিশেষত নারী শিক্ষকরা।

গণবিজ্ঞপ্তিতে আবেদন বন্ধের পর থেকে বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক সংগঠনগুলো। দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বদলি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেন। এরপর এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বিশেষ নীতিমালা প্রণয়ন করা হয় এবং প্রাথমিকভাবে একটি সফটওয়্যার তৈরি হলেও এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়।

এ কারণে নতুন করে টেলিটকের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে বদলি কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে চালু করা হবে।

অন্যদিকে, বদলি প্রক্রিয়া দ্রুত চালুর দাবিতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত বিভিন্ন সংগঠন আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শুরু না হয়।

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ