ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের


দেশের ক্রীড়া অঙ্গনের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এবার দেশের ক্রীড়াবিদদের জন্য স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন সাবেক জাতীয় ফুটবলার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আমিনুল হক বলেন,

“এই সংগঠনের কাজ হবে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া। আপনাদের দলীয় কোনো রাজনীতিতে জড়াতে হবে না। আপনারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করুন। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।”

তিনি আরও জানান, পরিকল্পিত ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে, যাতে তারা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানে গড়ে উঠতে পারেন

এর আগে সকাল ১১টায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন আমিনুল হক, যিনি ঢাকা-১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ