মসজিদে নববীর ছাদের নামাজের স্থানে নতুন ছাউনি স্থাপন


 

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববী-এর ছাদের নামাজের স্থানে নতুন ছাউনি স্থাপন করেছে মসজিদ প্রশাসন। তীব্র গরমের সময় উপাসনাকারীদের আরাম নিশ্চিত করতে এই আধুনিক ছাউনি বসানো হয়েছে।

মসজিদ প্রশাসনের সাধারণ প্রেসিডেন্সি জানিয়েছে, ছাদের বিস্তীর্ণ নামাজের স্থানে এই ছাউনি বসানো হয়েছে যাতে সূর্যের তাপ থেকে মুসল্লিরা সুরক্ষিত থাকেন, বিশেষ করে গ্রীষ্মকালে দিনের বেলায় নামাজের সময়।

নতুন ছাউনিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের তাপ প্রতিরোধী কাপড়, যা তাপ শোষণ কমিয়ে বাতাস চলাচল নিশ্চিত করবে। এর ফলে ছাদের নামাজের স্থানে, বিশেষ করে জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লি একত্রিত হলে, আরামদায়ক পরিবেশ বজায় থাকবে।

প্রশাসন আরও জানিয়েছে, মুসল্লিদের অভিজ্ঞতা উন্নত করতে তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে রয়েছে—

উন্নত শীতলীকরণ ব্যবস্থা, সম্প্রসারিত নামাজের স্থান,সহজ প্রবেশযোগ্যতা।

নতুন ছাউনি স্থাপন প্রকল্পটি মসজিদে নববীর অবকাঠামো উন্নয়ন ও দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিতকরণের চলমান উদ্যোগের অংশ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ