অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৪৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লা-র মনোনয়ন স্থগিত করেছে। ধারণা করা হচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিত আদেশের কথা জানিয়েছে বিএনপি, যেটি জারি করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এই সময় মাদারীপুর-০১ আসনের কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল, কিন্তু “অনিবার্য কারণে” পরে তা স্থগিত রাখা হলো।
মনোনয়নপ্রাপ্তির পর কামাল জামান মোল্লা একটি ফেসবুক ভিডিওতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান শহীদ হোক, জয় বাংলা।”
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল,
“কামাল জামান জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে সময় লাগবে। মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ।”
বিএনপির এই পদক্ষেপে মাদারীপুর-০১ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি দলের উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণে রয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ