অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৩৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। একই দিনে নির্বাচন চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচনের তারিখ এবং আচরণবিধি চূড়ান্তভাবে জানানো হবে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।”
তিনি আরও উল্লেখ করেন, “বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি-দাওয়া কমিশন শুনেছে; তবে এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা এখনই সমীচীন নয়।”
এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়েছিল। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার নিয়ম রাখা হয়। পরদিন (৩১ অক্টোবর) ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন গঠিত হয় ২৯ অক্টোবর, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক ড. মোস্তফা হাসান নিয়োগ পেয়েছেন। সহকারী কমিশনাররা হলেন—
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (আইন বিভাগ),
অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি (পদার্থবিজ্ঞান বিভাগ),
অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ),
সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটিই প্রথম কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ