অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:২৪
যশোর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরি হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আমরা মামলা করিনি। আমরা থানায় জিডি করেছি।”
জিডি করা হয় ২৮ অক্টোবর, যেখানে উল্লেখ করা হয়েছে যে ভল্ট ভেঙে অস্ত্র চুরি হয়েছে। খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন এবং ব্রাজিলের টরাস পিস্তল, তবে কোন বাহিনীর ছিল তা জানা যায়নি।
বুশরা ইসলাম জানান, বিমান মন্ত্রণালয় ইতোমধ্যেই তদন্ত করছে, একইসঙ্গে জিডির ভিত্তিতে পুলিশও তদন্ত করছে।
এর আগে, ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা সময় লেগেছিল।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ