সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন শিল্পী মনির খান


বাংলা গানের জগতে তিন দশকেরও বেশি সময় ধরে এক অবিচল নাম মনির খান। প্রেম, ব্যথা ও প্রার্থনার সুরে মুগ্ধ করেছেন শ্রোতাদের। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনবার জিতেছেন তিনি। এবার হয়তো মনোনয়ন পাননি, তবে ভক্তদের ভালোবাসা ও প্রশংসায় তিনি এখনও প্রশংসিত।

সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে মনির খান একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মেহেদী হাসান রনির সঙ্গে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন,

“অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

মনির খানের এই পোস্ট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মন্তব্যে তারকা নেতা হিসেবে তার ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,

“একেই বলে নেতা, কেন্দ্র যাকে দেবে তার পক্ষে নির্বাচন করে যাব। আপনি কথা রেখেছেন, এটা ইতিহাস হয়ে থাকবে।”

জানা গেছে, মনির খান নিজেও ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় তার নাম হয়নি। মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান রনি, যিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত। একসময় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আগে মনির খান একবার মনোনয়ন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এবার তিনি সুপ্রশিক্ষিত ও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে দলের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ