দেশব্যাপী ২৩৮ আসনে প্রার্থীদের নাম প্রকাশ, চাঁদপুরেও সম্পন্ন হলো বাছাই প্রক্রিয়া
ঢাকা ব্যুরো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে প্রায় ২৩৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাতে এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় চাঁদপুর জেলার পাঁচটি আসনে মনোনয়ন পেয়েছেন নিম্নলিখিত প্রার্থীরা—
চাঁদপুর-১: এহসানুল হক মিলন
চাঁদপুর-২: ড. জালাল
চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর-৪: হারুন অর রশিদ
চাঁদপুর-৫: ইঞ্জিনিয়ার মমিনুল হক
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে। বিএনপির এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

অফিস ডেস্ক