তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হানারচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২ ও ৩ নভেম্বর (রবিবার ও সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তালুকদার, মীর, বেপারী, রাঢ়ী, খান, বেগ, শেখ, ছৈয়াল, দাস, গাজী, হাওলাদার, মোল্লা, চৌকিদার, মাতাব্বর, সরকারসহ বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী,যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী,সৈয়দ হাওলাদার,সাবেক সিনিয়র সহ-সভাপতি কালু বেপারী,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু বেপারী,ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।তারা চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে যুবদল নেতা বিল্লাল হোসেন গাজী বলেন,
“বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শিক দল। শহীদ জিয়ার হাতে গড়া এ দলের নেতৃত্বে ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন তারেক রহমান। সেই ধারাবাহিকতায় আমরা ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ