স্বাস্থ্যসেবা উন্নয়ন ও অতিরিক্ত পৌর কর প্রত্যাহারের দাবি চাঁদপুরে সিপিবি প্রার্থীর পথসভা


চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মনোনীত কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা থেকে বাবুরহাট, চাঁনখান দোকান, মহামায়া ও ছোটসুন্দর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ ভোট দিলেও বারবার প্রতারিত হয়েছে। দেশে দারিদ্র্য, দুর্নীতি, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয় ক্রমশ বাড়ছে। তারা বলেন, পৌরসভার সেবার মান দিনদিন নিম্নমুখী হয়ে পড়েছে, পানির বিল দ্বিগুণ করা হয়েছে এবং অতিরিক্ত পৌর কর আরোপের মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।

বক্তারা আরও বলেন, চাঁদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন গ্রামীণ কমিউনিটি ক্লিনিকসহ সরকারি স্বাস্থ্যসেবা খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। সরকারি ডাক্তারদের অনেকেই প্রাইভেট ক্লিনিকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখছেন, যার ফলে সরকারি হাসপাতালের সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলোতে নিম্নমানের ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং অনেক জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা বন্ধ বা অকেজো অবস্থায় রয়েছে।

তারা অবিলম্বে চাঁদপুর সদর হাসপাতালসহ সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন, অতিরিক্ত পৌর কর ও পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন, সুধাংশু সাহা, মো. জহির উদ্দিন বাবর, কৃষক নেতা মো. ইসহাক, আশিষ কুমার সরকার ও সাংবাদিক শংকর চন্দ্র দাস।
সভা পরিচালনা করেন কমরেড শ্যামল চন্দ্র ঘোষ ও ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মুহাম্মদ কাউছার তপদার।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ