দেওয়ানগঞ্জে র‍্যাব সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ


জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাকরাপাড়া গ্রামে এক র‍্যাব সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, নির্যাতনের শিকার জোসনা বেগমের স্বামী মো. রেজ্জাক দেওয়ানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ২০২২ সালের ২০ ডিসেম্বর একই গ্রামের আলতাব ও লাভলু মিয়ার কাছ থেকে তিনি সাব-কবলা দলিলের মাধ্যমে জমি ক্রয় করেন। এই জমি কেনাকে কেন্দ্র করে অভিযুক্ত র‍্যাব সদস্য রোকনুজ্জামান ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রেজ্জাকের অভিযোগ, প্রতিহিংসার জেরে রোকনুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর নানা অন্যায়, অত্যাচার ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী জোসনা বেগম বাধা দিলে অভিযুক্ত র‍্যাব সদস্য তাকে দফায় দফায় মারধর করেন, যার ফলে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শকাতর জায়গাসহ গুরুতর জখম হয়। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন,

“অভিযুক্ত র‍্যাব সদস্য রোকনুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগের সততা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, অভিযুক্ত র‍্যাব সদস্য রোকনুজ্জামান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
আল আমিন রানা দেশ আমারটিভি, আল আমিন রানা সংবাদ৫২টিভি চব্বিশ ঘন্টা খবর

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি র‍্যাব সদস্যদের আচরণ ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ