অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৪:৩০
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়ায় এক গৃহে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইয়াসিন আহাম্মেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না—ইয়াসিন আহাম্মেদ ছিলেন সিলেটের শ্রীমঙ্গলে, তার মা ছিলেন বোনের বাসায়, এবং বাবা দোকানে ছিলেন। এ সুযোগে বাড়িটি ফাঁকা থাকায় তার ছোট বোন সিনইয়া আহাম্মেদ (১৮) বসতঘরের একটি দরজা তালাবদ্ধ করে মামার বাড়ি যান।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাড়িতে ফিরে তিনি দেখেন, তালাবদ্ধ দরজার পাশের ভিতরের দরজাটি খোলা। পরে বাবাকে খবর দিলে তারা ঘরে প্রবেশ করে দেখতে পান, স্টিলের ও কাঠের আলমারির দরজা খোলা এবং ভিতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
ঘরে থাকা স্টিলের আলমারির ড্রয়ার ও লকার তল্লাশি করে দেখা যায়,
১) ১১.৫০ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ২২ লাখ টাকা),
২) ৩ ভরি রূপা (মূল্য প্রায় ৬ হাজার টাকা) এবং
৩) নগদ প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে।
পরে পরিবারের সদস্যরা বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেন, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দুইজন অজ্ঞাত ব্যক্তি ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ভুক্তভোগী ইয়াসিন আহাম্মেদ ধারণা করছেন, চোরেরা কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তার পরিবারের আনুমানিক ২২ লাখ ২৬ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর প্রতিবেশীদের জানিয়ে এবং পারিবারিক আলোচনা শেষে ইয়াসিন আহাম্মেদ মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্তাধীন। সিসি ক্যামেরা ফুটেজ যাচাইসহ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ