অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৩:৪৯
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) ভোর ৬টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সুপারমার্কেট সংলগ্ন শহীদ চত্বর থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত “Munshigonj 10K Run–2025” প্রতিযোগিতা।
মুন্সীগঞ্জ রানার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সংগঠনের আয়োজক মোহাম্মদ হোসেন ও আহাদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলার ২০০ জন দৌড়বিদ (রানার) অংশগ্রহণ করেন।
রানাররা শহীদ চত্বর থেকে দৌড়ে সোনারগাঁও থানাধীন গজারিয়া ঘাট (চর কিশোরগঞ্জ) পর্যন্ত গিয়ে পুনরায় শহীদ চত্বরে ফিরে আসেন। পুরো কর্মসূচি সকাল ৮টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারীদের নিরাপত্তায় থানা পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রোভার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করেন। আয়োজকরা জানান, “এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করবে।”
শেষ পর্যন্ত অনুষ্ঠানটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়, এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে — পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ