মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ১০ ঘটিকায় মুন্সীগঞ্জ জুবলি রোডে অবস্থিত আফতাব উদ্দিন কমপ্লেক্সের "সিক্রেট টেস্ট" নামক রেস্টুরেন্টে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের আরও সম্মানীয় অতিথিরা।

আলোচনা সভায় ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। ক্লাবের সদস্যরা তাদের অর্জন ও চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে আরও উন্নত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা উপস্থাপন করেন।

আলোচনা সভার পর শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যা সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি ক্লাবের সদস্য ও এলাকার মানুষদের মধ্যে ঐক্যবদ্ধতার অনুভূতি জাগিয়েছে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ