তুহিন হত্যা মামলায় আসামি বাবু কাজী গ্রেফতার


অবশেষে বাবু কাজীকে পুলিশ গ্রেফতার করেছে। আলোচিত তুহিন হত্যা মামলায় আসামি  বুধবার বিকেলের দিকে টঙ্গীবাড়ী উপজেলার পুরাবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় ও টঙ্গীবাড়ী থানাতে ও ঢাকা সহ একাধিক মামলা রয়েছে। সে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের হাসু কাজীর ছেলে।  টঙ্গীবাড়ী থানার মামলা নং ১১. ১৮-০৩-২০২৩ এর এজহার ভুক্ত ৪নং আসামী। 
জানা যায়, ২০২৩ সালের ১৩ মার্চ সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছিলেন শাহ কামাল তুহিন সরকার। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে  বেদম প্রহার করে। ঐ দিন রাত ৯টার দিকে আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।  অবস্থার অবনতি হলে  এদিনই ঢাকায় রেফার করে নিয়ে যাওয়া হয়। পরের দিন তুহিন মারা যায়। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানাতে ২৫জনকে আসামী করে তুহিনের বাবা আলম সরকার মামলা দায়ের করেন। এরপর আসামীরা তাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি টঙ্গীবাড়ী থানাতে ৭ এপ্রিল আরো একটি অভিযোগ দায়ের করেন। 
পুলিশ সূত্র জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বাবু কাজিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানাতে একাধিক মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানাতে বাবু কাজির বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। মামলা নং হচ্ছে ৯। এলাকায় চাঁদাবাজি ও তাসের রাজত্ব কায়েম করেছে এই বাবু কাজী  একাধিক মামলার আসামি হয়েও পুলিশের চোখে ফাঁকি দিয়ে  নোয়াদ্দা আনন্দপুর সরহাটি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে জিম্মি করে রাখা হইতো বাবু কাজীসহ আরো কিছু সন্ত্রাসী মিলে এই কয়েকটি গ্রামের একটি পক্ষকে বাড়িছাড়া করে রেখেছে  এলাকাবাসীর অভিযোগ বাবুর কারণেই এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি কারণে ঘরবাড়ি ছাড়া হয়ে  থাকছেন


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ