ক্লাস শুরুর দাবিতে টানা ২৫ ঘন্টা ধরে অনশনে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করার দাবিতে শিক্ষার্থীরা টানা ২৫ ঘন্টা ধরে অনশন কর্মসূচি চালাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দেখা যায়, ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ৬ জন শিক্ষার্থী অনশন করছেন।

শিক্ষার্থীদের মধ্যে ২ জনকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিভিন্ন ছাত্র সংগঠন—ঢাকা কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র অধিকার পরিষদের নেতারা অনশন কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

গত ২৯ অক্টোবর সকাল ১০টায় শুরু হওয়া অনশন কর্মসূচিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা পিছিয়ে ডিসেম্বরে স্থির করেছে। তারা অভিযোগ করেছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখও ঘোষণা করা হয়েছে।

অনশনরত শিক্ষার্থীরা জানান, অন্তর্বর্তী প্রশাসককে অনুরোধ সত্ত্বেও যথাযথ উত্তর বা আশ্বাস মেলেনি। শিক্ষার্থীরা জোর দিয়ে বলছেন, ক্লাস শুরু না হলে অনশন কর্মসূচি চলবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ