চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০


চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলায় উপস্থিত কিছু দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দিলে নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একদল দর্শকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

আহতদের মধ্যে মোহাম্মদ মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮)নুরুল হুদা (২৫)-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় অভিযোগ করেন, “বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় এবং সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ করে। এতে প্রতিবাদ জানালে তারা জুলাইযোদ্ধাদের ওপর হামলা চালায়।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন জানান, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ