 
                      অফিস ডেস্ক
 অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ অক্টবার ২০২৫, সময়ঃ ০৯:২২
মুন্সীগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর জেলা কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারের শাপলা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠক অ্যাডভোকেট জানে আলম প্রিন্স। মোট ৪৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী জিল্লুর রহমান। সভার সভাপতিত্ব করেন ডা. জাহাঙ্গীর আলম, এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক জামাল হোসেন মণ্ডল, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সৌরভ, সাংবাদিক নাজমুল হাসান মুন্সী, রাজ মল্লিক, মো. লিটন শেখ, তকরিম হোসেন দুরন্ত, রাতুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় আগামী এক বছরের জন্য কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে, যার মধ্যে রয়েছে— সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ