ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জেরে পাল্টা প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। দুই পক্ষের এ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায়।

দুপুরে আইডিয়াল কলেজের প্রায় ৫০–৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ মিরপুর সড়ক হয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পাল্টা ধাওয়া দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

সংঘর্ষের পর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে আশ্রয় নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ