জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে গালাগাল, সেই তরুণী গ্রেপ্তার


রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশালীন ভাষায় গালাগাল করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া তরুণী শেখ মিফতা ফাইজাকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল ফাইজাকে আটক করে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফাইজা রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও শহীদদের উদ্দেশে অশালীন মন্তব্য করছেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, ফাইজা নিজেই ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করেছিলেন। বিষয়টি জানার পর তানভির আহমেদ সুইট নামে এক ব্যক্তি ২৫ অক্টোবর ডিবি পুলিশকে অবহিত করলে অভিযান শুরু হয়। প্রথম অভিযানে ফাইজা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ফাইজাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ