মতলব দক্ষিণে এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত


এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রার্থী জোটের আহ্বানে সকলের সম্মিলিত সহযোগিতা, প্রচেষ্টা ও অংশগ্রহণের ফলে বাড়ি ভাড়া বৃদ্ধি অনুমোদনের আনন্দঘন মুহূর্তে মতলব দক্ষিণে শিক্ষক সমাজ এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় মতলব দক্ষিণ উপজেলার পাইকপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ, মতলব দক্ষিণ উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব রাকিবুল হাসান রাসেল, সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রার্থী জোট ও সদস্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ।
প্রধান বক্তা ছিলেন জনাব মাহবুবুর রহমান, সভাপতি, চাঁদপুর জেলা এমপিওভুক্ত শিক্ষক পরিষদ।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ ফারুক আহমেদ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কমিটি, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ।
সভাপতিত্ব করেন জনাব কাজী মোহাম্মদ শাহ আলম, সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক পরিষদ।
সঞ্চালনায় ছিলেন জনাব কে এম ফরয়েজ আলম, সাধারণ সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক পরিষদ।

অনুষ্ঠানে বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়নে শিক্ষক সমাজের ঐক্য ও আন্দোলনের সাফল্যকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এসময় সংবর্ধিত অতিথি রাকিবুল হাসান রাসেল বলেন,
“মতলব দক্ষিণের শিক্ষকদের ভালোবাসায় আমি সিক্ত। চির কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলেন আমাকে। শিক্ষকদের আন্দোলনে অংশগ্রহণ করে অসংখ্য দোয়া পেয়েছি — এর প্রতিদান কীভাবে দেবো জানি না। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো কিছু করার সামর্থ্য আল্লাহ তায়ালা যেন দান করেন।”
তিনি আরও বলেন,“আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা সত্যিই অল্পতেই অনেক খুশি হন। আজকের দিনটি আমার জীবনের এক চিরস্মরণীয় মুহূর্ত — কারণ আমার হাইস্কুল জীবনের প্রিয় স্যার আজ আমাকে সংবর্ধনা দিয়েছেন, আদরে বুকে জড়িয়ে নিয়েছেন। স্যারদের দোয়া সবসময় ছিল, আজ সেই দোয়াগুলোই আমাদের বিভিন্ন জায়গায় সম্মানিত করেছে।”
আলোচনা শেষে শিক্ষকদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ