অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টবার ২০২৫, সময়ঃ ১০:১৪
সরকারি হরগঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের আয়োজনে সীরাত কনফারেন্স ২০২৫ সকাল ১০ঘটিকায়, কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থীসহ অসংখ্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট চিন্তক ও শিক্ষা গবেষক আমজাদ হোসেন ভূইয়া, লেখক, সম্পাদক ও দাঈ জাকারিয়া মাসুদ, এবং আলিম, লেখক ও অনুবাদক ইমরান রাইহান।
বক্তারা তাঁদের বক্তব্যে তুলে ধরেন
ইসলাম কখনো বিজ্ঞানের বিপক্ষে নয়, বরং বিজ্ঞানকে উৎসাহ দিয়েছে জ্ঞান ও গবেষণার মাধ্যমে মানবকল্যাণে ব্যবহারের জন্য।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বলেন
এমন আয়োজন তাঁদের অনুপ্রেরণা দিয়েছে জ্ঞান ও মানবতার পথে এগিয়ে যেতে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ