‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’—বিএফইউজের ২১ দফা দাবি


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী কমিটির সভায় সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ২১ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা আইন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন।

সভাটি আজ শনিবার সকালে কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এর সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতারা অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—

সহ-সভাপতি একেএম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, ড. সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, দফতর সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক শাজাহান সাজু, নির্বাহী সদস্য শাহীন হাসনাত, অপর্ণা রায়, মো. আবু হানিফসহ দেশের বিভিন্ন জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা।

এদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর, ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, খুলনা সভাপতি আনিসুজ্জামান, যশোর সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, রাজশাহীর সভাপতি আব্দুল আউয়াল, দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সিলেট সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, রংপুর সভাপতি সালেকুজ্জামান সালেক, গাজীপুর সভাপতি এইচ এম দেলোয়ার, মুন্সীগঞ্জ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাধারণ সম্পাদক সালেহ নোমান, কুমিল্লা সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া এবং ফেনি সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল প্ল্যাটফর্মের জন্য একটি সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন জরুরি। বর্তমানে দেশে গণমাধ্যমের জন্য প্রায় ৫০টি আইন ও বিধিমালা থাকলেও একটি পূর্ণাঙ্গ সমন্বিত নীতিমালা এখনো প্রণীত হয়নি, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না।

সভায় আরও বলা হয়, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এখনো হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। একইসঙ্গে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়া—সব মাধ্যমের জন্য অভিন্ন ওয়েজ বোর্ড প্রণয়ন করার আহ্বান জানানো হয়।

সভায় সাংবাদিকদের জন্য সাপ্তাহিক দুই দিন ছুটি নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে দুই দিন ছুটি থাকলেও সাংবাদিকদের এখনো সেই সুবিধা নেই। সাংবাদিকদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই; ফলে শারীরিক ও মানসিক চাপ ক্রমেই বাড়ছে।

সভায় প্রস্তাব করা হয়—

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় যেকোনো মূল্যে আইনি সুরক্ষা দিতে হবে। রাষ্ট্রীয় কাঠামোয় সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। বর্তমানে অকারণে সাংবাদিকদের মামলা, গ্রেপ্তার ও হয়রানির শিকার হতে হচ্ছে—যা বন্ধ করতে হবে।

এছাড়া সভায় বলা হয়, সংবাদপত্র শিল্পের ওপর আরোপিত ২৭.৫ শতাংশ করপোরেট ট্যাক্স এই খাতকে সংকটে ফেলেছে। বক্তারা বলেন, তৈরি পোশাক শিল্পে করহার যেখানে ১৫ শতাংশ, সেখানে সংবাদপত্রে এত উচ্চ কর হার গণমাধ্যম টিকিয়ে রাখার পথে বড় বাধা। অচিরেই এই কর প্রত্যাহারের দাবি জানান তারা।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ