অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০৯:১০
মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম সংলগ্ন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. আনিছুর রহমান রলিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন —
• সহ-সভাপতি: আব্দুল কাদির খান
• যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফয়সাল আহমেদ
• সাংগঠনিক সম্পাদক: মো. মাসুদ হাসান খান
• দপ্তর সম্পাদক: মো. লিটন মাহমুদ
কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় মো. সালমান হাসান হৃদয় ও মো. সুমন হোসেন উভয়েই নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া, সহকারী নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন, প্রিজাইডিং অফিসার মো. মাহবুব আলম জয় ও মো. জিয়াউর রহমান। ভোট গণনা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে বরণ করেন সহকর্মী সাংবাদিকরা। পরে বিজয়ী কমিটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সভাপতি আবু সাঈদ দেওয়ান সৌরভ বলেন, “এই বিজয় শুধু আমার নয়, পুরো অনলাইন সাংবাদিক সমাজের। আমরা ঐক্যবদ্ধভাবে অনলাইন সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করব।” সাধারণ সম্পাদক রলিন বলেন, “গণমাধ্যমের মর্যাদা ও দায়িত্ব রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাই।”
এই নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং দিনব্যাপী প্রেসক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, অতিথি ও শুভানুধ্যায়ীরা।
মোঃ নাছির উদ্দিন দেশ আমারটিভি
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ