অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:২৫
ময়মনসিংহের ভালুকায় বাহিরে তালা বেঁধে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পোনে দুইটার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেট বাইরে থেকে তালা বেঁধে দেয়। এরপর ঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয় তারা। গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে ঘুম ভাঙে তাদের। বাইরে যেতে গেলে দেখা যায়, গেট তালাবদ্ধ। পরে তারা গেট ভেঙে বাইরে বের হয়ে ডাক-চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার পর মিজানুর রহমান রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ