সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এর আগে, গত ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করে। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

বিএনপি সূত্র বলছে, আজকের বৈঠকে দলটি নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভোট আয়োজনের নিশ্চয়তা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানাবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ