অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:৫৭
পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে টানা তিন দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রত্যাশী প্রার্থীরা। গত ২১ অক্টোবর থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে শুরু হওয়া এই আন্দোলন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। আন্দোলনকারীদের দাবি— (১) ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করা এবং (২) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদে দ্রুত ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করা।
প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মানববন্ধন, অনশন, স্মারকলিপি ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানালেও এখনো তা বাস্তবায়িত হয়নি। তারা বলেন, বারবার আশ্বাস সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ অনুযায়ী, ৪৩তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ বিপুল সংখ্যক প্রার্থী ক্যাডার পদে সুযোগ না পেয়ে নন-ক্যাডার তালিকায় রয়েছেন। পিএসসি জানিয়েছিল, তাদের কাছে শূন্য পদ না থাকায় সুপারিশ করা সম্ভব নয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচন এলে প্রার্থীদের নাম প্রেরণ করা হবে। পরে ২০ ফেব্রুয়ারি পিএসসি মনোনয়নের অভিমত দেয় এবং ২৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে অধিযাচন চেয়ে পত্র পাঠায়। পরবর্তীতে প্রায় ৯ হাজারের বেশি শূন্য পদ কমিশনে পাঠানো হলেও, তাৎক্ষণিকভাবে কোনো সুপারিশ না করে পিএসসি ২২ মে ২০২৫ তারিখে ‘নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ সংশোধনের উদ্যোগ নেয়। এ সিদ্ধান্তকে প্রার্থীরা “অযৌক্তিক বিলম্ব” বলে দাবি করেছেন।
হাইকোর্টের নির্দেশে ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশের কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। অথচ ৪৪তম বিসিএসের তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে কমিশন। ফলে ৪৩তম বিসিএস একমাত্র ব্যাচ হিসেবে এখনো পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই অপেক্ষায় রয়েছে, যা কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে প্রার্থীদের অভিমত। আন্দোলনকারীরা আরও জানান, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’ প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানোর পর তিন মাস অতিক্রান্ত হলেও এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি। তাদের অভিযোগ, কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই বিধি ইচ্ছাকৃত বিলম্বের শিকার হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারী মুহিত জানান, পিএসসির চেয়ারম্যান বুধবার তাদের সঙ্গে সাক্ষাৎ করে জানান যে, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হবে এবং বৃহস্পতিবার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, “যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, আমরা পিএসসির সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ