অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:৪৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ধাপে ধাপে সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে। দলটির হাইকমান্ড প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
সূত্রমতে, বিএনপির এই প্রার্থী বাছাই প্রক্রিয়া ছয়টি ধাপে সম্পন্ন হবে। বর্তমানে চলছে তৃতীয় ধাপ, যেখানে সম্ভাব্য প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য চূড়ান্ত যাচাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হবে।
প্রথম ধাপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজস্ব সূত্রে সারা দেশে জরিপ পরিচালনা করেছেন। দ্বিতীয় ধাপে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের যোগ্যতা যাচাই করেছেন। তৃতীয় ধাপ শেষে চতুর্থ ধাপে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। এরপর আবেদন যাচাই ও সাক্ষাৎকার গ্রহণের পর ষষ্ঠ ধাপে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
বিএনপি সূত্র জানিয়েছে, দলটি অক্টোবরের মধ্যেই ৭০ শতাংশ আসনে একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে কাজ করছে। প্রার্থীদের বাছাইয়ে বিশেষভাবে তরুণ নেতৃত্ব ও তৃণমূলে জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মনোনয়নপ্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড, জনসমর্থন, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের ইতিহাসও বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আমরা অক্টোবরের মধ্যেই প্রাথমিক প্রার্থী তালিকা তৈরির চেষ্টা করছি। এটি গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়া, যেখানে সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলার জন্য প্রস্তুত করা হচ্ছে।”
অন্যদিকে বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, তার বিভাগের ২২টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ সম্পন্ন হয়েছে।
প্রার্থী বাছাই প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, সাম্প্রতিক গণআন্দোলনের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোই দলের ভবিষ্যৎ শক্তি হিসেবে কাজ করবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “বহু-স্তরীয় যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরণের সুসংগঠিত প্রার্থী বাছাই বিএনপির জন্য নির্বাচনী প্রস্তুতিতে কৌশলগত সাফল্য হিসেবে কাজ করতে পারে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ