অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:৪৩
উগান্ডায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) প্রথম প্রহরে, মঙ্গলবার দিবাগত রাতে কাম্পালা-গুলু মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, একে অপরকে অতিক্রম করতে গিয়ে দুটি বাসের সংঘর্ষ হলে আরও চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, বাস দুটির সব যাত্রীসহ মোট ৬৩ জন মারা গেছেন। নিয়ন্ত্রণ হারানো অন্যান্য গাড়ির যাত্রীদের মধ্যে অনেকে আহত হয়েছেন। উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানান, দুর্ঘটনার পর হতাহতরা রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় অনেক আহত দীর্ঘ সময় রাস্তার পাশে পড়ে ছিলেন। সড়কের সরু অবকাঠামো ও অতিরিক্ত গতিকে উগান্ডায় দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে একসঙ্গে এত প্রাণহানি দেশটিতে বিরল ও মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, উগান্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা প্রতি বছরই বাড়ছে—২০২২ সালে ৪,৫৩৪ জন, ২০২৩ সালে ৪,৮০৬ জন এবং ২০২৪ সালে ৫,১৪৪ জন নিহত হয়েছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ