জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত-এনসিপি: প্রধান উপদেষ্টা


গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দল।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে চাই। তিন দফা দাবি তুলে ধরে তিনি জানান—জুলাই সনদের আদেশ কেবল প্রধান উপদেষ্টা জারি করবেন, ‘নোট অব ডিসেন্ট’-এর কার্যকারিতা থাকবে না, এবং বিষয়গুলো গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, প্রস্তাবিত বিষয়গুলো ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে।

এনসিপি প্রধান উপদেষ্টা বরাবর জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা গণভোটের পর হবে। এছাড়া নির্বাচন কমিশনের গঠন ও কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকা জরুরি।

জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কারের বিষয়ে দলটি সনদে সাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি থাকা প্রয়োজন, এবং রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে এটি বৈধ হবে।

উভয় দলের প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি সরাসরি তদারকি করবেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ করছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ