মুন্সীগঞ্জ জেলার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। মঙ্গলবার  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এতে জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নিসচা মুন্সীগঞ্জ শাখার সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, প্রেসক্লাব সভাপতি মীর বাছিরুদ্দিন জুয়েলসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা নিয়তি নয়, বরং সচেতনতার অভাব।” তারা ট্রাফিক আইন মানা, ফিটনেস সনদ থাকা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

 

উল্লেখ্য, সরকার ২০১৭ সাল থেকে প্রতি বছর ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালন করে আসছে, যা ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের দাবির ফলশ্রুতি।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ