মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের হামলা ও হত্যা মামলার আসামি সাজ্জাত হোসেন গ্রেপ্তার


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার মামলায় মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার সাজ্জাত হোসেন সাগর (৩১) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর বাংলাদেশ ত্যাগ করেন। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি গোপনে দেশে ফিরে ঢাকায় অবস্থান করছিলেন সাগর। গত এক মাস ধরে তার গতিবিধি নজরদারিতে রাখে মহানগর গোয়েন্দা পুলিশ, অবশেষে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন,

“আসামিকে দ্রুত আদালতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে কয়েক হাজার ছাত্র-জনতা সমাবেশ করলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক মানুষ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও অন্তত পাঁচটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় সাজ্জাত হোসেন সাগরকে।

ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ গোপন অনুসন্ধানের পর অবশেষে গ্রেপ্তার হলো আলোচিত এই ছাত্রলীগ নেতার।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ