শিক্ষকদের ওপর দমন নয়, দাবি মেনে নিন: সিপিবি’র আহ্বান।


টানা নয় দিন ধরে রাজপথে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে শ্রেণিকক্ষে ফেরানোর আহ্বান জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সংহতি সমাবেশ থেকে এ আহ্বান জানায় সিপিবি। পরে নেতারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে যোগ দেন।

সমাবেশে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন,
“সরকার নানা অপ্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু দেশ গড়ার কারিগর শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি উদাসীন। উল্টো তাদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে— যা নিন্দনীয়।”

সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন,
“অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে শ্রেণিকক্ষে ফেরাতে হবে। অন্যথায় সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে।”

সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন,
“শিক্ষকরা মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া চেয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন অপমান ও লাঠিচার্জ। অন্তর্বর্তীকালীন সরকারের এমন আচরণ সভ্য সমাজে অগ্রহণযোগ্য।”

তিনি আরও জানান, সিপিবি শিক্ষকদের আন্দোলনে সর্বাত্মকভাবে পাশে থাকবে। ভবিষ্যতে বাম গণতান্ত্রিক শক্তি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হবে।

সমাবেশে আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দেশব্যাপী ‘শিক্ষক সংহতি দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ