কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ির ছাদে ১০০ কেজি গাঁজা জব্দ


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর শশীদল এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলামের বাড়ির ছাদ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানে এক সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ইউপি সদস্য নুরুল ইসলাম ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তির নাম কাউছার আলম (৩০), তিনি একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ প্রথমে নুরুল ইসলামের বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তল্লাশি চালায়। সেখানে লুকিয়ে রাখা প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেখান থেকে কাউছারকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে নুরুল ইসলামের বাড়ির একতলা ছাদে রোদে শুকানো অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে ইউপি সদস্য নুরুল ইসলামের মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, গাঁজা জব্দের পরপরই তিনি গা ঢাকা দেন।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ গাঁজাগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইউপি সদস্য নুরুল ইসলাম ও কাউছার আলমকে আসামি করা হয়েছে। কাউছারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, আর নুরুলকে ধরতে অভিযান চলছে।”

স্থানীয়রা বলছেন, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের বিরুদ্ধে গাঁজা ব্যবসার অভিযোগ থাকলেও এবারই প্রথম পুলিশ তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল। পুলিশ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ