সাংবাদিক সুভাষ সিংহ রায়সহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—ল্যাফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও তার স্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ, এবং মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ।

দুদক সূত্রে জানা গেছে, এই ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত কার্যক্রম নিশ্চিত করতে দুদক আদালতের কাছে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।

আদালতের আদেশ অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ