সিরাজদীখান বাজারে চুরি করতে গিয়ে যুবক আটক


রাত আড়াইটায় দোকানে প্রবেশ করে চুরির চেষ্টা, পাহারাদারের হাতে ধরা ইমন শেখ মুন্সীগঞ্জের সিরাজদীখান বাজারে চুরি করতে গিয়ে এক যুবককে আটক করেছে পাহারাদার। আটক ব্যক্তির নাম ইমন শেখ (২০)। তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে। রবিবার (২০ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারে মো. ফারুকের পান ও সিগারেটের দোকানে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় পাহারাদার দোকানের ভেতরে ইমনকে চুরির চেষ্টা করতে দেখে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিরাজদীখান থানা পুলিশ জানায়, আটক ইমন শেখকে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ