মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চলমান চাঁদপুর জেলা প্রশাসনের।


চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এর অংশ হিসেবে সোমবার মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক। অভিযানে সেনাবাহিনী, জেলা পুলিশ, নৌ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন জানান, এখন পর্যন্ত মোট ৭০ জনকে কারাগারে পাঠানো হয়েছে, ৪১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ৩৫০টি অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “এই অভিযান চলমান থাকবে, মা ইলিশ রক্ষায় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।”

এ সময় জেলা প্রশাসক হরিনা ফেরিঘাট এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মা ইলিশ বিক্রির বিষয়ে খোঁজখবর নেন। অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত রায়সহ উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নৌবহর নিয়ে নদীতে টহল পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকজন জেলে ও ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে জরিমানাও অন্তর্ভুক্ত।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ