জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদকে ‘পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’: ভিসি রেজাউল করিম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের হত্যাকাণ্ড পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার রাতে আরমানিটোলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এ ঘটনায় ছাত্রদল নেতারা দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

ঘটনাস্থল পরিদর্শনে ভিসি ও ছাত্রনেতাদের প্রতিক্রিয়া

রোববার (১৯ অক্টোবর) রাতে আরমানিটোলায় জুবায়েদের হত্যাস্থল পরিদর্শনে গিয়ে ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জুবায়েদকে টার্গেট করেই হত্যা করা হয়েছে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

এদিকে একই সময় ঘটনাস্থলে উপস্থিত হন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, “যারা পালিয়ে গেছে, তারাই হত্যাকারী। জুবায়েদ যেখানে টিউশনি পড়াতে যেত, সেই পরিবারও এই ঘটনায় জড়িত।” তিনি ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেন এবং অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “দেশজুড়ে সরকারের নিরাপত্তা ব্যর্থতার কারণেই এমন হত্যাকাণ্ড বেড়েছে। আমরা দ্রুত খুনিদের বিচার চাই।”

 

পুলিশি অভিযান ও জিজ্ঞাসাবাদ

ঘটনার পর রাত ১১টার দিকে পুলিশ টিউশনির ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশ প্রটোকলে আরমানিটোলার নূরবক্স রোডের নিজ বাসা থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি।

এর আগে রাত ১০টা ৫০ মিনিটে জুবায়েদ হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

 

হত্যাকাণ্ডের বিবরণ

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জুবায়েদকে তার টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর ক্যাম্পাসে খবর পৌঁছালে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে পুলিশ ও পিবিআই সদস্যরা প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে তদন্ত চালিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

 

তদন্ত ও পরবর্তী পদক্ষেপ

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে একাধিক দল কাজ করছে। তদন্ত অগ্রগতি বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা জুবায়েদের জন্য ন্যায়বিচারের দাবিতে আজ (সোমবার) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ