আবাসন সংকট নিরসন ও বাকসু নির্বাচনসহ বাকৃবি ছাত্রশিবিরের ৬ দফা দাবি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রী হলের সিট সংকট ও ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনসহ ক্যাম্পাসের জরুরি সমস্যা ও সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ৬ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।

রবিবার (১৯ অক্টোবর) শাখা ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হকের নিকট ওই ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

৬ দফা দাবি গুলো হল:

১) দ্রুত আবাসন সংকট সমাধান: ছাত্রী হলে সিট সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ, বারবার আন্দোলনের পরিস্থিতি এড়াতে স্থায়ী সমাধান, এবং নির্মাণাধীন হলগুলোর কাজ দ্রুত শেষ করার দাবি।

২) হেলথ কেয়ার ও চিকিৎসা সহায়তা ফান্ড: পূর্ণাঙ্গ হেলথ কেয়ার স্থাপন, ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিতকরণ; নারী শিক্ষার্থীদের জন্য নারী চিকিৎসক নিয়োগ; সবধরনের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা; নতুন অ্যাম্বুলেন্স সংযোজন এবং দুর্ঘটনা/জরুরিতে সহায়তার জন্য চিকিৎসা সহায়তা ফান্ড গঠন।

৩) হল ডাইনিং-ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ: ওয়েটার-শেফদের ইউনিফর্ম (এপ্রোন, টুপি, গ্লাভস, জুতা/স্যান্ডাল) বাধ্যতামূলক ও পরিচ্ছন্নতা নিশ্চিত; ময়দা,আটা,লবণ প্রভৃতি উপকরণ ঢাকনাযুক্ত পৃথক কন্টেইনারে সংরক্ষণ; রান্না করা খাবার স্বচ্ছ কাঁচের ডিসপ্লে র‍্যাকে পরিবেশন; রান্নাঘর নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার; নির্দিষ্ট বিরতিতে মনিটরিং টিমের মাধ্যমে খাবারের মান ও মূল্য তদারকি।

 

৪) রাস্তা মেরামত ও পর্যাপ্ত লাইট: বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জব্বারের মোড় পর্যন্ত ভাঙা রাস্তা দ্রুত মেরামত এবং ক্যাম্পাসের নষ্ট লাইটগুলো ঠিক করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

৫) টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থা: নারী শিক্ষার্থীদের নামাজের নির্দিষ্ট স্থান এবং খাবার গ্রহণে পর্দাসীন শিক্ষার্থীদের জন্য পর্দা-সজ্জিত পৃথক টেবিলের ব্যবস্থা।

৬) ছাত্র সংসদ নির্বাচন: দীর্ঘদিন অচল থাকা ছাত্র সংসদ সচল করতে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা এবং ‘বাকসু নির্বাচন’ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান বলেন, ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাকৃবি শাখার পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের ৬ দফা দাবি উপস্থাপন করেছি, যা ক্যাম্পাসের শিক্ষা উপযোগী পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।‘

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে চলমান সংকটের কার্যকর সমাধান হবে এবং একটি সুস্থ ও সুসংহত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। আমরা প্রশাসনের সাথে  ছাত্র সংসদ (বাকসু) ও ছাত্রী  হলের সিট সংকট সহ ৬ দফা দাবি নিয়ে ইতিবাচক আলোচনা করেছি এবং আশা করি, শিক্ষার্থীদের কল্যাণে তারা দ্রুত এই বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।‘


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ