অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:৪১
কুমিল্লা বিভাগের দাবিতে অনুষ্ঠিত সর্বদলীয় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন সরকারকে সতর্ক করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করলে, তারা নিজেদের উদ্যোগে জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা লেখা শুরু করবেন।
শনিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী ইয়াছিন বলেন,
“কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি, অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।”
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা “দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই” স্লোগানকে ঘিরে কুমিল্লা বিভাগের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ