হ্যাটট্রিক করে এমএলএসের গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি



ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ২৯ গোল নিয়ে শীর্ষে আর্জেন্টাইন তারকা

মায়ামি, ১৯ অক্টোবর —
ইন্টার মায়ামির হয়ে যেন নতুন করে ফুটবল জাদু দেখাচ্ছেন লিওনেল মেসি। সবশেষ দুই ম্যাচে করেছেন ৫ গোল, এর মধ্যে ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে প্রথমবারের মতো জিতেছেন মেজর লিগ সকার (এমএলএস)-এর গোল্ডেন বুট

রোববার (১৯ অক্টোবর) এমএলএসের ম্যাচে ন্যাশভিলকে ৫-২ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। হ্যাটট্রিকের পাশাপাশি এক অ্যাসিস্ট করে দলের জয়ের নায়ক হন অধিনায়ক মেসি।

চলতি মৌসুমে এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করেছেন এই ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। ফলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট উঠছে তার হাতেই।

মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলএএফসি’র ডেনিস বৌয়াঙ্গান্যাশভিলের স্যাম সুরিজ, যারা দুজনই ২৪টি করে গোল করেছেন।

এমএলএসের ইতিহাসে মেসির চেয়ে বেশি গোল এক মৌসুমে করেছেন মাত্র তিনজন খেলোয়াড়—

কার্লোস ভেলা (৩৪ গোল),

জোসেফ মার্টিনেজ (৩১ গোল), এবং

জ্লাতান ইব্রাহিমোভিচ (৩০ গোল)।

এ ছাড়া মেক্সিকান তারকা কার্লোস ভেলার হাতে রয়েছে এক মৌসুমে সর্বাধিক গোলে অবদান (৪৯)-এর রেকর্ড। মেসি এবার সেই রেকর্ডের এক ধাপ নিচে থেকে ৪৮ গোলে অবদান রেখেছেন।

মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থান দখল করেছে, যা তাদের প্লে-অফে হোম অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। প্লে-অফের প্রথম রাউন্ডেই মায়ামি আবারও মুখোমুখি হবে ন্যাশভিলের।

সংক্ষেপে:


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ