এবার চট্টগ্রামে ডুবে গেল পণ্যভর্তি জাহাজ


বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর সীমানায় ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে ডুবে গেছে এমভি জায়ান নামের একটি লাইটারেজ জাহাজ। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলের দিকে আসার সময় জাহাজটি ডুবে যায়। শনিবার (১৮ অক্টোবর) সকালে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে থাকা জাহাজটি মূল চ্যানেলের বাইরে থাকায় বন্দর দিয়ে অন্যান্য জাহাজের চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, “নেভাল একাডেমির কাছাকাছি এলাকায় জাহাজটি চরে আটকে তলা ফেটে যায়। নিচের দিক দিয়ে তিনটি হ্যাচে পানি ঢুকে পড়ে। একপর্যায়ে জাহাজটি প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।”

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন,

“শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটির স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেটি নিয়ন্ত্রণে আনতে না পেরে সকালে তীরের দিকে আনার সময় ডুবে যায়। সৌভাগ্যক্রমে ১৩ নাবিকই নিরাপদে রয়েছেন।”

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন,

“জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন বল ক্লে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে ডুবে যাওয়ায় সব কাঁচামাল পানিতে নষ্ট হয়েছে। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ