অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৫, সময়ঃ ০৫:৫৪
পাকিস্তান প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়।
উৎক্ষেপণ প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয় সুপারকোর করাচি কমপ্লেক্স থেকে। সংস্থার মুখপাত্র জানান, নতুন এই স্যাটেলাইট বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেওয়া, পরিবেশ পর্যবেক্ষণ, ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণসহ অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’-এর গুরুত্বপূর্ণ অর্জন। এটি আমাদের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।” এ বছর এটিই পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট। এর আগে ইও-১ এবং কেএস-১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয়েছিল এবং বর্তমানে তা সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। মুখপাত্রের ভাষায়, “এইচএস-১ উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান তার মহাকাশ কর্মসূচিকে নতুন প্রযুক্তিগত যুগে প্রবেশ করিয়েছে।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ