মুন্সীগঞ্জে অনিবার্ণ যুব সংঘের আয়োজনে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ অনিবার্ণ মাঠে অনিবার্ণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. বাদশা সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সদর থানা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার


বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একে এম ইরাদত মানু, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ানুছ শেখ ইনু, জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, অনিবার্ণ যুব সংঘের সভাপতি আব্দুল হান্নান, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন আলী, এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তপন প্রমুখ।

 

 

ফাইনাল খেলায় অংশ নেয় ড্রাগন স্পোর্টিং ক্লাবপদ্মা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ড্রাগন স্পোর্টিং ক্লাবকে ২–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পদ্মা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি মো. মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

“যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।”

আয়োজক অনিবার্ণ যুব সংঘের সভাপতি আব্দুল হান্নান সকল অতিথি ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন,

“আমরা চাই প্রতি বছর এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের একত্রিত করতে এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ