এমপিওভুক্ত শিক্ষকদের অনশনে এনসিপির মেডিকেল টিমের সহযোগিতা


এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে অনশন কর্মসূচির আজ ষষ্ঠ দিন। টানা পাঁচদিন মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পর অনেক শিক্ষকেরই স্বাস্থ্যগত অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

এই পরিস্থিতিতে শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর হেলথ উইং প্রধান ডা. মো. আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে অনশনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে দলটি।

এ বিষয়ে এনসিপি হেলথ উইংয়ের সমন্বয়কারীরা বলেন,

“মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই অসহায় শিক্ষকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনীয় চিকিৎসা, প্রাথমিক সেবা ও চিকিৎসা পরামর্শ দিতে আমাদের দল সার্বক্ষণিক উপস্থিত থাকবে।”

শিক্ষক আন্দোলনে এনসিপি মেডিকেল টিমের সদস্যরা:

ডা. ইউসুফ জামিল তিহান
সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি
+880 1712-714168

 ডা. হুমায়ুন কবির সরকার হিমু
সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি
+880 1760-125135

 ডা. মো. আব্দুস সালাম
সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি
 +880 1571-421035


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ