মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বার্তা প্রচারের আহ্বান জানালেন সাবেক যুবদল নেতা জুনায়েদ


বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুনায়েদ।

তিনি বলেন,

“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষের কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে।”

শনিবার মুন্সীগঞ্জ শহরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।

কামরুজ্জামান রতন বলেন,

“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। সুযোগ পেলে মানুষের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,

“আমি ১৭ বছর ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে রাজপথে আছি। ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি।”

রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে “গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত” করার প্রতিশ্রুতি দেন বক্তারা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ