অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টবার ২০২৫, সময়ঃ ১২:৩০
সব ব্যাং এক পালায় উঠানো যায় না। কেউ লাফাবে, কেউ পড়ে যাবে, আবার কেউ উঠবে এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরও বলেন, যারা এখনো সই করেনি, তারা ভবিষ্যতে এসে সই করতে পারবে। এই সুযোগ খোলা আছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
সনদ প্রসঙ্গে তিনি বলেন, আমি বলছি না যে সনদটা বিশাল কিছু, কিন্তু এটাকে অস্বীকারও করা যাবে না। যারা সনদকে অস্বীকার করবে, তারা রাজনীতি থেকে নিক্ষিপ্ত হবে।
মির্জা আব্বাস আরও বলেন, গত আট-নয় মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে কাজ করে এই সনদ প্রণয়ন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভালো দিকগুলো জাতি গ্রহণ করবে এবং এই সনদ অনুযায়ী এগোলে বাংলাদেশের গণতন্ত্র আর কখনো বিপন্ন হবে না।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ