ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করল মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা


ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা” লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বার্তা প্রচার করেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার ও আশপাশের এলাকায় সংগঠনের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে এলাকাবাসীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সরাসরি প্রচারণা চালান।

 

সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝান— ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের বাড়ি ও আশপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তারা সবাইকে অনুরোধ করেন যেন কেউ ফুলের টব, পুরনো টায়ার, পানির ট্যাংক বা খোলা পাত্রে পানি জমতে না দেয়, কারণ এখানেই জন্ম নেয় এডিস মশা, যা ডেঙ্গুর বাহক।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন,

“আমরা চাই মুন্সীগঞ্জ হোক ডেঙ্গুমুক্ত শহর। এজন্য প্রতিটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা ছাড়া এই রোগ প্রতিরোধ সম্ভব নয়।”

সংগঠনের সাধারণ সম্পাদক নুসরাত জাহান জানান,

“আমাদের লক্ষ্য শুধু লিফলেট বিতরণ নয়, মানুষের মনে সচেতনতার বীজ রোপণ করা। আগামীতে আমরা আরও বিস্তৃত এলাকায় এই কর্মসূচি চালিয়ে যাব।”

এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার প্রতিশ্রুতি দেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ