মুন্সিগঞ্জে এইচএসসি পাসের হার ৭৭.৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন


২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলার মোট ৭ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৮ জন পাস করেছে এবং ১ হাজার ৬০৩ জন অকৃতকার্য হয়েছে। জেলায় পাসের হার ৭৭ দশমিক ৬ শতাংশ, আর অকৃতকার্য হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ

এ বছর জেলায় মোট ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৯৫ শতাংশ

 

 বিভাগভিত্তিক ফলাফল

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে সর্বাধিক শিক্ষার্থী অংশ নিলেও পাসের হার তুলনামূলকভাবে কম। অপরদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ও জিপিএ-৫ অর্জন দুই ক্ষেত্রেই শীর্ষে

বিজ্ঞান বিভাগে মোট অংশগ্রহণকারী ৮১৩ জন, পাস করেছে ৭১৫ জন, অকৃতকার্য ৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন

মানবিক বিভাগে অংশগ্রহণকারী ৪ হাজার ২৭৫ জন, পাস করেছে ২ হাজার ৮৮৭ জন, অকৃতকার্য ১ হাজার ৩৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণকারী ২ হাজার ৮৩ জন, পাস করেছে ১ হাজার ৬৫৪ জন, অকৃতকার্য ৪২৯ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৩৭ জন

 

 সরকারি কলেজগুলো শীর্ষে

মুন্সিগঞ্জে এ বছর সরকারি কলেজগুলোই জিপিএ-৫ অর্জনে শীর্ষে রয়েছে। এর মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ এককভাবে শীর্ষ অবস্থানে আছে। কলেজটির বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০ জন

এ ছাড়া লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীনগর সরকারি কলেজ, মালখানগর কলেজ এবং প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজও এ বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে।

 

 সামগ্রিক চিত্র

সব মিলিয়ে তিনটি বিভাগে মোট ৭,১৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫,৫৬৮ জন পাস করেছে, আর ১,৬০৩ জন অকৃতকার্য

জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, ফলাফলে সামগ্রিকভাবে উন্নতি হয়েছে, তবে মানবিক বিভাগে পাসের হার বাড়াতে শিক্ষকদের মনোযোগ আরও বাড়ানো প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ