অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৫৩
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুনে পুড়ে এক অসুস্থ বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম ছামেলা বেগম (৬৮)।
বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গাদিঘাট মিত্বের হাটিতে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ছামেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছিলেন। ঘটনার সময় তার স্বামী আব্দুর রাজ্জাকসহ পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের বাড়ি শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে অবস্থান করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। অসুস্থতার কারণে ছামেলা বেগম ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“অগ্নিকাণ্ডে আব্দুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ